স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ক্রীড়া ব্যক্তিত্বদের একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তা হলো তারা ভালো খেলার পাশাপাশি নিজেকে কিছুটা হলেও ব্যবসায়ী রুপে গড়ে তোলার অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টাকা যেন তাদের ছাড়ছেনা। শুধু টাকা আর টাকা। তাদের প্রত্যেকটি বিষয় যেন টাকা সংশ্লিষ্ট। এই ধরুণ সেলফি থেকে আয়, টুইট করে আয়। আবার অনেকের ব্যবসা থেকেও। ব্যবসায়ী রুপে নিজেকে পরিচয় দিতে সে কি চেষ্টা করে যাচ্ছেন পুর্তগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আন্ডারওয়্যারের পর এবার তার নামে বাজারো এলো সুগন্ধি। নামও বেশ চমৎকার ‘ক্রিস্টিয়ানো রোনালদো লিগ্যাসি’।
নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বিজ্ঞাপনচিত্রের ভিডিও আপলোড করেন রোনালদো। সেখানে দেখা যায়, একজন নারীর আকর্ষণ কাড়তে তিনি গলায় সুগন্ধি স্প্রে করছেন।
নিজের এ ব্যবসায়ী চিন্তা ভাবনার নিয়ে রোনালদো বলেন, ‘ছোটবেলা থেকেই আমার এ ধরণের কিছু করার ইচ্ছা ছিল। সুগন্ধির মধ্যে নিজের নাম থাকায় আমি খুবই খুশি। যারা ক্রিস্টিয়ানোকে পছন্দ করে, তারা এটি ব্যবহার করে অন্তত আমরা উপস্থিতি অনুভব করবে।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে রোনালদো ‘সি আর সেভেন’ নামে আন্ডারওয়্যার উন্মোচন করেন। এবার প্রথমবারের মতো সুগন্ধিও বাজারে ছাড়লেন। তবে পারফিউমটির কেমন সুগন্ধি ছড়াবে সে ব্যপারি তিনি কিছুই জানায়নি।
১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু