বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৬:৪৫:০২

প্রথম দিন শেষে মুশফিককে কৃতিত্ব দিয়ে যা বললেন মিরাজ

প্রথম দিন শেষে মুশফিককে কৃতিত্ব দিয়ে যা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : টেস্ট স্কোয়াডে জায়হা পাওয়ার পর মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ‘সুযোগ পেলে দুই বিভাগেই অবদান রাখার চেষ্টা করবো।’ সুযোগটা পেয়েও গেলেন। বল হাতে অবদান রাখলেন প্রথম দিন, তুলে নিলেন পাঁচ উইকেট। গড়লেন সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার কীর্তি।

প্রথম দিন শেষে মিরাজ জানালেন, এমন স্বপ্নিল অভিষেক হবে, তা কখনো ভাবেননি তিনি। মিরাজ বলেন, ‘আমার ধারণা ছিল নিজের প্রথম টেস্টে গড়পড়তা বোলিং করবো। লক্ষ্য ছিল ভালো জায়গায় বল ফেলবো। তবে এমন স্বপ্নিল অভিষেক হবে, তা ভাবিনি। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় দিন, যা কখনো ভুলবো না।’

অধিনায়ক মুশফিকুর রহিমকে কৃতিত্ব দিয়ে মিরাজ বলেন, ‘আমার প্রথম বলটা অফস্টাম্পের বাইরে পড়ে টার্ন করছিল। তখন মুশফিক ভাই এসে আমাকে বললেন, ‘শোন, এই উইকেটে টার্ন আছে। বাইরে বল করিস না। উইকেট সোজা বল কর, সাফল্য পাবি।’ আমি তার (মুশফিক) কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি।’  

২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে