বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৮:৫৮:৩৮

মুশফিকের পরামর্শে মিরাজের সাফল্য

 মুশফিকের পরামর্শে মিরাজের সাফল্য

ইয়াসিন: অধিনায়ক মুশফিকুর রহিমের কাছ থেকেই পেয়েছেন টেস্ট ক্যাপ। মিনিট দশেক পর মুশফিকের হাত থেকেই পেয়েছেন প্রথম বল। যে বলটি দিন শেষে হোটেলে নিয়ে যেতে পেরেছেন মিরাজ।

স্মরণীয় কিংবা মাইলফলকে পৌঁছালে আম্পায়ারের কাছ থেকে বল নিতে সক্ষম হন বোলার। আজ চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের বলটি নিতে পেরেছেন মিরাজ। নিজের অভিষেক ম্যাচের প্রথম দিনে ৫ উইকেট নিয়ে মিরাজ দিনের সেরা তারকা। সাফল্যের গল্প দিন শেষে সংবাদ সম্মেলনে শুনিয়েছেন মিরাজ।

‘প্রথম বলটি করার পর দেখি বল অনেক টার্ন করেছে। মুশফিক ভাই আমাকে বারবার বলছে স্ট্যাম্পে বল রাখতে। স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করতে। স্ট্যাম্পে বল রাখলে এলবিডাব্লিউ, বোল্ড হওয়ার সুযোগ থাকবে। প্রথম ওভারটি বাইরে করেছিলাম। ওরা সহজে বলগুলো ছুড়ে দিচ্ছিল। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওভার থেকে স্ট্যাম্পে বল ফেলার চেষ্টা করছিলাম। বুঝতে পারছিলাম যে স্ট্যাম্পে বল ফেলে ভালো কিছুর সুযোগ থাকবে। আল্লাহ রহমতে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে সফলতা পেয়ে গেছি।’

বেন ডাকেটকে দিয়ে উইকেট পাওয়া শুরু মিরাজের। এরপর তার ঘূর্ণিতে বধ গ্যারি ব্যালেন্স, জো রুট, মঈন আলী ও বেয়াটস্টো। গ্যারি ব্যালেন্সের উইকেট রিভিউ থেকে পেয়েছেন মিরাজ। দ্রুতই পেয়ে যেতে পারতেন মঈন আলীর উইকেটও। ১ রানে থাকা অবস্থায় মিরাজের বল মঈন আলীর প্যাডে লাগে। কিন্তু আম্পায়ার আউট দিতে রাজী হননি। পরবর্তীতে মুশফিকুর রহিম টানা দ্বিতীয় রিভিউ নেওয়ার সাহস করেননি।

রিভিউ নিয়ে মিরাজ বলেন, ‘এলবিডব্লিউর রিভিউগুলো চলে যাচ্ছিল তখন খারাপ লাগছিল। আমার একটা আউট হয়েছিল কিন্তু রিভিউ নেইনি। রিভিউ নিলে উইকেটটা পেয়ে যেতাম। একটু আফসোস লাগছে!-রাইজিংবিডি
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে