বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ১০:৫২:৪২

মিরাজদের বল এতটা ঘুরবে ঘুণাক্ষরেও ভাবতে পারিনি ইংল্যান্ড

মিরাজদের বল এতটা ঘুরবে ঘুণাক্ষরেও ভাবতে পারিনি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ম্যাচের পূর্বে দু’দলই জানত উইকেটে ব্যাপক টার্ন আছে। তাই স্পিনারদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠতে পারে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ। শেষমেষ দেখা গেল তাই হলো। ম্যাচের শুরু থেকেই সাকিব-মিরাজের ভেলকিতে চোখে সর্ষেফুল দেখছিল ইংল্যান্ড। ধারণাও করেনি বল এতটা ঘুরবে!

তরুণ স্পিনার মিরাজের তাণ্ডবে বিপর্যস্ত ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে।  ৫ উইকেট মিরাজ এবং বাকী ২ উইকেট শিকার করেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি তাইজুলের ঘূর্ণিতে বিশেষ সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। তাইজুল উইকেট না পেলেও রান দেওয়ায় ছিলেন বেশ কৃপণ।

এই পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে মঈন আলী স্বীকার করে বসলেন বল এতটা ঘুরতে পারে সেটা তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি! নতুন বলে খেলতে সমস্যা হচ্ছিল মন্তব্য করে মঈন বলেন, “আমরা ভেবেছিলাম, ওরা হয়তো স্পিনারদের দিয়ে শুরু করতে পারে। কিন্তু এতটা ঘুরবে ভাবতে পারিনি।”

ইংলিশদের সর্ব্বোচ্চ স্কোর ৬৮ রান সংগ্রহ করা মঈন শেষ পর্যন্ত সেই মিরাজের হাতেই শিকারে হন। নতুন বলে খেলতে সমস্যার বিষয়টি খোলাসা করে মঈন বলেন, “নতুন বল শুরু থেকেই ঘুরছিল। আবার সবসময় ঘুরছিলও না। তাই খেলাটা সহজ ছিল না।”

২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে