শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ০২:৪৬:৫৩

৮৬ রানে ১০ উইকেট নেই অস্ট্রেলিয়ার!

৮৬ রানে ১০ উইকেট নেই অস্ট্রেলিয়ার!

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির মত ব্যাট করেন ডেবিড ওয়ার্নার। কিন্তু কাত হওয়াতেই দল কাত হয়ে যাচ্ছে।

প্রথম টেস্টের শুরুটা দারুণ হয়েছিল অস্ট্রেলিয়ার। বৃহস্পতিবার ১০৫ রান তুলে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শুক্রবার ১৫৮ রান তোলে উদ্বোধনী জুটিতে।

এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। বিনা উইকেটে অস্ট্রেলিয়ার রান ছিল ১৫৮। সেখান থেকে ২৪৪ রানেই অলআউট অসিরা! মাত্র ৮৬ রানে ১০ উইকেট হারায় তারা!

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার সর্বোচ্চ ৯৭ রান করেন। ৬৩ রান করেন শন মার্শ। ২৭ রান আসে অ্যাডাম ভোজেসের ব্যাট থেকে। ২৩ রান করেন পিটার নেভিল। অপরাজিত ১৮ রান করেন পিটার সিডল। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

 ১৫৮ রানের মাথায় প্রথম উইকেট, ১৬৬ তে দ্বিতীয়, ১৬৮ তে তৃতীয়, ১৮১ রানে চতুর্থ, ১৮১ রানে পঞ্চম, ২০২ রানে ষষ্ঠ, ২০৩ রানে সপ্তম, ২৩২ রানে অষ্টম, ২৪৩ রানে নবম ও ২৪৪ রানে দশম উইকেটের পতন ঘটে।

বল হাতে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন অভিষিক্ত কেশভ মহারাজ। ২টি উইকেট নেন কাগিসু রাবাদা। অপর উইকেটটি শিকার করেন ডেল স্টেইন।
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে