বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:২৮:০৮

স্টোকসের আক্কেল সেলামি এক লাখ পাউন্ড

স্টোকসের আক্কেল সেলামি এক লাখ পাউন্ড

স্পোর্টস ডেস্ক: ২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়ার অপেক্ষায় থাকা ইংলিশ ক্রিকেটারদের জন্য বড় অংকের জরিমানার বিধান জারি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির সাথে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের প্রতিদিন সাড়ে তিন হাজার পাউন্ড জরিমানা দিতে হবে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বেন স্টোকসকে এই হারে রোজ জরিমানা দিতে হলে ব্রিটিশ এই অলরাউন্ডারের মোট জরিমানা এক লাখ পাউন্ডের ওপরে দিয়ে ঠেঁকবে। এবারের নিলামে স্টোকসের বেজ প্রাইস ধরা হয়েছে দুই লাখ ৩৮ হাজার রুপি।

স্টোকস যদিও ঘাবড়ে যাচ্ছেন না। বরং তিনি আইপিএল খেলতে মুখিয়ে আছেন। বললেন, ‘আমি সহ যেসব ইংলিশ ক্রিকেটার এবার আইপিএলে অংশ নেবেন তাদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা অপেক্ষা করছে। ইংল্যান্ডের বাইরে টি-টোয়েন্টি ক্রিকেটের ভিন্ন একটা স্বাদ পেতে যাচ্ছি আমরা।’

আগামী পাঁচ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল। এবারের আইপিএলে স্টোকসও ছাড়াও ইংল্যান্ডের ইয়ন মরগ্যান, জেসন রয়, জশ বাটলার ও স্যাম বিলিংসদেরও দেখা যাবে।
০১ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে