বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:২৭:২৩

ভারত সফরে দল নির্বাচন নিয়ে ব্যাখ্যা দিলেন নান্নু

ভারত সফরে দল নির্বাচন নিয়ে ব্যাখ্যা দিলেন নান্নু

স্পোর্টস ডেস্ক : ভারত সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সবার আগ্রহ এই দলে ডাক পেয়েছেন যারা, আর বাদ পড়েছেন কারা? শুরুতেই জানানো যাক কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ছাড়াই ভারত সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

এ ছাড়াও নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও ফাস্ট বোলার রুবেল হোসেন। ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরিসহ দারুণ পারফর্ম করে দলে ডাক পেয়েছেন লিটন দাস।

দল ঘোষণার পর জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দল সাজানোর বিষয়ে ব্যাখ্যা দেন। লিটন দাসের অন্তর্ভুক্তি ও নুরুল হাসানের বাদ পড়া সম্পর্কে প্রধান নির্বাচক জানান ব্যাটিং দক্ষতাই ব্যবধান গড়ে দিয়েছে এ দুজনের মধ্যে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “লিটনকে আমরা সোহানের জায়গায় নিয়েছি। ও কিন্তু ইংল্যান্ড সিরিজের আগ থেকে আমাদের টেস্ট স্কোয়াডের খেলোয়াড়। মাঝখানে সে ইনজুরিতে বাদ পড়েছিল। ইনজুরি থেকে ফেরার পর ফর্মের ঘাটতি ছিল। বিসিএলে একটা ডাবল সেঞ্চুরিও পেয়েছে। তাই ওকে আবার ফিরিয়ে আনা হয়েছে।”

অন্যদিকে ইঞ্জুরি মুক্ত থাকার পরও কেন মুস্তাফিজ ঐতিহাসিক ভারত সফরের দলে নেই প্রশ্ন করা হলে, প্রধান নির্বাচক জানান প্রতীভাবান এ পেসারকে নিয়ে ঝুঁকিমুক্ত থাকতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নির্বাচকরা।

মিনহাজুল আবেদিন নান্নু জানান, “মোস্তাফিজের স্কিল ফিটনেসে অসুবিধা আছে। টেস্টে ম্যাচে অনেক বেশি বল করতে হয়। ও ধরনের ফিটনেসে এখনও ও রিকভারি করেনি। ফিজিক্যাল ফিটনেস ঠিক আছে, উন্নতি হয়েছে। কিন্তু স্কিলে যেটা দরকার, ওর আরও সময় লাগবে। সে হিসেবে চিন্তা করে ক্রাইস্টচার্চে ওকে আমরা রেখেছিলাম যেহেতু আমাদের বিকল্প খেলোয়াড়ের অভাব হয়ে গিয়েছিল।”

নিউজিল্যান্ড সফরে ব্যাট-গ্লাভস হাতে দারুণ সময় পার করার পর সোহানের বাদ পড়াকে হালকা ভাবে নিতে বলেন নান্নু, “আমরা চিন্তা করলাম এই সাবকন্টিনেন্টে টেস্ট খেলা। তাই এ চিন্তা করে লিটনকে নেওয়া হয়েছে আর সোহানকে বাদ দেওয়া হয়েছে। এবং সোহান পুলের বাইরে চলে যায়নি। যেহেতু একটা সিস্টেমের মধ্যে আছে। তাই আপাতত তাকে বাদ দেওয়া হয়েছে। তবে অবশ্যই সোহান ভালো উইকেটকিপার।”

১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে