বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:১২:১৭

ইংল্যান্ডের সামনে ভারতের বিশাল রানের পাহাড়

ইংল্যান্ডের সামনে ভারতের বিশাল রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক : কথায় বলে, সব ভালো যার শেষ ভালো তার। গত তিনমাস ধরে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ় চলছে। টেস্ট এবং ওয়ান ডে সিরিজ় নিজেদের পকেটে পুরে নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। বাকি রয়েছে টি-২০ সিরিজ়।

এবার অন্তিম টি-২০ ম্যাচ জিতে মধুরেণ সমাপয়েৎ করতে চান বিরাট কোহলি। আজ বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তিম টি-২০ ম্যাচ খেলতে ব্যাট হাতে প্রথম মাঠে নেমে ২০৩ রানের বড় টার্গেট দিয়েছে।

প্রথমে ব্যাটে নেমে দলীয় ৪ রানের মাথায় রান আউটের স্বীকার হয়ে বিরাট কোহলি সাজ ঘরে ফিরলে ভারত চাপে পড়ে। তবে সেই চাপ কাঁটিয়ে দলকে এগিয়ে নিতে থাকে রাহুল ও রায়না। ব্যক্তিগত ২২ রানে স্টোকের বলে আইট হয়ে যখন রাহুল সাজ ঘরে ফেরে তখন দলীয় স্কোর ৬৫।

এবার প্রিয় বন্ধু ধোনিকে সাথে নিয়ে আগ্রাসী রুপ ধারণ করেন সুরেশ রায়না। বড় বাউন্ডারী হাঁকান ৫টি। তার একটি বাউন্ডারী স্টেডিয়ামে গ্যালারীর ওপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। ১৩ ওভারে দলীয় রান যখন ১২০ তখন রায়না ব্যক্তিগত ৬৩ রানে মরগানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

এবার হাত খোলেন ধোনি! সঙ্গে আরো এক মারকুটে ব্যাটসম্যান যবরাজ। শুরু করেন ব্যাটিং তাণ্ডব। ধোনি ৩৬ বলে ৫৬ রান ও যুবরাজ করেন ১৫ বলে ২৭ রান। সেই সুবাদে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে ভারত। হার্দিক পান্ডে ৩ বলে ১০ রান ও রিসাব পান্ট ৩ বলে ৬ রান করে।

১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে