স্পোর্টস ডেস্ক: আজ ১২ই মে শুরু হতে যাচ্ছে টাইগারদের ত্রিদেশীয় সিরিজ। আর ত্রিদেশীয় সিরিজ খেলতেই চলতি মাসের ২৬ তারিখে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আর আইপিএল খেলতে যাওয়ায় দলের সঙ্গে না গিয়ে ভারত থেকে সরাসরি সেখানে যোগ দিবেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।
১১ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতে উদ্দেশে রওনা দিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দলের সাথে না যাওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন তিনি, ‘তিনি বলেন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। আমি ভারত থেকে সরাসরি আয়ারল্যান্ডে যাব। ’
এদিকে এই সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করবে জাতীয় দল। আর আইপিএলে ব্যস্ত থাকায় সেই ক্যাম্পে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করতে ২৬ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে জাতীয় দলের। ৯-১০ দিনের ক্যাম্প শেষে ৭ মে সেখান থেকে আয়ারল্যান্ড যাবে জাতীয় দলের অন্যান্য খেলোয়াড়েরা। আর ১২ মে স্বাগতিক আয়ারল্যান্ড আর টাইগাররা ছাড়াও সফরের আরেক দল নিউজিল্যান্ড।
এদিকে আইপিএলের গত আসরে ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে হায়দরাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ। একইসাথে আদায় করে নিয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হওয়ার পুরষ্কারও।
মঙ্গলবার দুপুরে মিরপুর ক্রিকেট একাডেমিতে সাংবাদিকদের কাটার মাস্টার আরো বলেন, ‘আইপিএলের জন্য দেশবাসী আমার দিকে তাকিয়ে আছে। আমি চেষ্টা করবো আমার সেরা খেলাটি খেলে তাদের প্রত্যাশা পূরণ করতে। ’
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর