স্পোর্টস ডেস্ক : প্রতিবারের মতো এবারও বর্ডার-গাভাস্কার সিরিজের আগে জমে উঠেছে কথার লড়াই। কিছুদিন আগেই পন্টিংয়ের করা এক সমালোচনার পাল্টা জবাব দিয়েছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। এবার কথার লড়াইয়ে নেমেছেন সাবেক অজি পেসার ব্রেট লি।
সাম্প্রতিক সময়ে অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা নিজেদের ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকে। সাবেক অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লি'ও সেই পথ-ই অবলম্বন করলেন। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন তিনি।
বর্তমানে রোহিত এবং কোহলি দুইজনই বাজে ফর্মে রয়েছেন। যার কারণে এই দুই ব্যাটসম্যানকে ক্রিকেট থেকে দূরে থাকতে বললেন লি। নিজের ইউটিউব চ্যানেলে লি বলেন, 'টেকনিক নিয়ে কাজ করো, ফ্রেশ হয়ে ওঠো। ক্রিকেট থেকে যতটা সম্ভব দূরে চলে যাও। এরপর অস্ট্রেলিয়ার মাঠে ফিরে আসো। বলছি কারণ–এসব অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার রোহিতকে নতুন বলে আক্রমণ করবে।’
তবে বর্তমান সময়ে এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কেন ব্যর্থ হচ্ছেন সেটাও নিজেও জানেন না লি। ব্রেট লি বলেন, ‘আপনি যদি হিটম্যান (রোহিত শর্মা) এবং কিং (বিরাট কোহলি) এর দিকে তাকান, ওরা দুজনে শেষ সিরিজে ৯০ রান করে পেয়েছে। এটা তাদের সঙ্গে যায় না। এর চেয়ে অনেক ভালো খেলোয়াড় দুজনেই। তারা কেন ব্যর্থ হয়েছে সেটা খোঁজাও খুব কঠিন।’
১৯৯৬-৯৭ মৌসুমে শুরু হয় বর্ডার-গাভাস্কার সিরিজ। ২০২৪-২৫ মৌসুমের এই সিরিজ শুরু হবে আগামী ২২ নভেম্বর। প্রথমবারের মতো ৫ ম্যাচের টেস্ট সিরিজ হতে যাচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফি। যার প্রথমটি হবে অস্ট্রেলিয়ার পার্থে। শেষবার অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে এই ট্রফি ধরে রেখেছিল ভারত।