স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার সন্ধ্যায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরবাদ খেলবে নিজেদের তৃতীয় ম্যাচ। প্রথম দু' ম্যাচে মুস্তাফিজ না খেললেও এ ম্যাচেই মাঠে নামার প্রবল সম্ভাবনা আছে তার।
ইএসপিএন ক্রিকইনফো বুধবারের এক প্রতিবেদনে জানায়, মুস্তাফিজের সঙ্গে ভারতের ভুবেনেশ্বর কুমার, অশিষ নেহারা ও আফগানিস্তানের লেগ স্পিনার রশীদ আলিকে নিয়ে দল গঠন করা হলে আইপিএলের এবারের আসরের সেরা বোলিং এটাক হবে এটি।
এর আগে মঙ্গলবার বিকেলে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার আগে মুস্তাফিজ গেলো আসর থেকেও ভাল করতে চান বলে জানান।
গেলো বছর আইপিএলে প্রথমবারের মতো খেলতে গিয়েই বাজিমাত করেন মুস্তাফিজ। নবম আসরে হায়দরাবাদের হয়ে বল হাতে প্রায় প্রতিটি ম্যাচেই আলো ছড়ান। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নেন ১৭ উইকেট। গেলো মৌসুমে মেলে ধরায় ২১ বছরের দ্য ফিজকে এবারো ধরে রেখেছে দলটি।
গেলো ৬ এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় হায়দরাবাদ। মুস্তাফিজহীন ওই ম্যাচে ৩৫ রানের জয় ছিনিয়ে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
পরের ম্যাচে ৯ এপ্রিল গুজরাট লায়ন্সের বিপক্ষেও ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড ওয়ার্নারে নেতৃত্বাধীন দলটি।
ক্রিকইনফো অনুযায়ী সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, মইসিস হেনরিকস, যুবরাজ সিং, দীপক হুদা, নামাস ওঝা (উইকেট রক্ষক), বিপুল শর্মা/বিজয় শঙ্কর, রশীদ আলি, ভুবেনেশ্বর কুমার, অশিষ নেহারা ও মুস্তাফিজুর রহমান।
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর