বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০৩:১৫:৩৬

মাশরাফির তাতে থোড়াই কেয়ার

মাশরাফির তাতে থোড়াই কেয়ার

স্পোর্টস ডেস্ক: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ প্রায়। বাতাসেও যেন গরমের ছোঁয়া। লিগ শুরু হওয়ার আগে আলোচনার অনেকটা জায়গাজুড়ে ছিল এই গরম প্রসঙ্গ। মাশরাফির তাতে থোড়াই কেয়ার। প্রখর রোদ আর গরমের মধ্যেই এক স্পেলে টানা ৮ ওভার বল করে গেলেন।

প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ইনিংসের ১৩তম ওভারে বল করতে আসেন মাশরাফি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের এ পেসার লম্বা স্পেলের পর অবশ্য আর বল করেননি। ৮ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। মেডেন একটি।

প্রিমিয়ার লিগের গত আসরেরও একটি ম্যাচে টানা আট ওভার বল করেছিলেন মাশরাফি। সেবার কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলেছিলেন। মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে আট ওভারের স্পেলের পর শেষ দিকে ২ ওভার করে শেষ করেছিলেন কোটা। নিয়েছিলেন ৪ উইকেট।

বিকেএসপির চার নম্বর মাঠে আজ মাশরাফি প্রথম সাফল্য পান নিজের তৃতীয় ওভারে। মাশরাফির ছোঁড়া ইনসু্ইঙ্গারে লংঅনে ক্যাচ দেন নূর আলম সাদ্দাম। দ্বিতীয় সাফল্য আসে অষ্টম ওভারে। এই ডানহাতি পেসারের অফকাটারে এলবিডব্লুউ হন অলক কাপালি।

রূপগঞ্জের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ শরিফ। ৯ ওভারে ২৫ রানে নিয়েছেন তিন উইকেট। আসিফ হাসান নিয়েছেন দুই উইকেট।

রূপগঞ্জ বোলারদের তোপে খুব বেশি দূর যেতে পারেনি ব্রাদার্স। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তুলেছে ২০৬ রান। সর্বোচ্চ ৬৫ রান এসেছে অধিনায়ক মায়শুকুর রহমানের ব্যাট থেকে।
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে