বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০৪:৩৮:৫৫

যে কারণে আতঙ্কিত নাইটরা

যে কারণে আতঙ্কিত নাইটরা

স্পোর্টস ডেস্ক: পেস বোলিংয়ের হতশ্রী অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ‘মিশন মুম্বই’৷ ওয়াংখেড়ে জেতা ম্যাচ ফুলটস ডেলিভারিতে রোহিতদের ‘উপহার’ দিয়ে এসেছে গম্ভীর অ্যান্ড কোং৷ পেসার নয়, স্পিনারই যে তাঁর তুরুপের তাস, দ্বিতীয় ম্যাচেই বুঝে গিয়েছেন নাইট অধিনায়ক৷ তাই ইডেনের বাইশ গজে ম্যাচের দু’দিন ঘাস দেখে আতঙ্কিত কেকেআর ‘থিঙ্কট্যাঙ্ক’৷

রাজকোটে প্রথম ম্যাচে গুজরাত লায়ন্সকে ১০ উইকেটে হারিয়ে আইপিএল টেন-এ স্বপ্নের অভিযান শুরু করেছে নাইটরা৷ কিন্তু দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ মাঠে রেখে এসেছে কেকেআর৷ দু’টি অ্যাওয়ে ম্যাচের পর দু’টি হোম ম্যাচ৷ প্রতিপক্ষ কিংস ইলেভন পঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদ৷

বৃহস্পতিবার কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে ইডেনের পিচ নিয়ে নাইট শুরু হয়ে যায়৷ কেকেআর-এর তরফে ঘাস ছাঁটার আর্জি জানানো হল সিএবি-র কাছে। এ নিয়ে কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেল কেকেআর-এর সিইও বেঙ্কি মাইসোরকে। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মাঠে আসামাত্রই তাঁর কাছে ছুটে যান মাইসোর।

দু’জনকে কথা বলতে দেখা যায় মাঠের মধ্যে। নাইটদের অনেকে পিচের ঘাস দেখে বিস্মিত। এ দিন মাঠে আসার পরেই কোচ জাক কালিস এবং তাঁর সহকারি সাইমন ক্যাটিচ বাইশ গজ দেখতে ছুটে যান। ইডেনের পিচ দেখে নাইটরা আতঙ্কিত হলেও পিচ কিউরেটরের দাবি ‘এটা ভাল উইকেট হবে। দু’শোর কাছাকাছি রান উঠবে। ঘাস অনেক কেটে ফেলা হয়েছে৷’ সম্প্রতি ইডেনের বাইশ গজের চরিত্রের বদলেছে।

পিচ আগের মতো স্লো-টার্নার নয়, রয়েছে গতি ও বাউন্স। গতিতেই প্রথম দু’টি হোম শেষ হয়ে গেল কিন্তু কপালে দুঃখ রয়েছে নাইটদের৷ইতিমধ্যে কাঁধের চোটে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যেতে বসেছেন নাইটদের প্রথম দু’টি ম্যাচে সেরা পারফরমার ক্রিস লিন৷ইডেনের প্রথম দু’টি ম্যাচে লিনের খেলার কোনও সম্ভাবনাই নেই৷
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে