বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০৪:৩৮:৫৮

'আফগান ক্রিকেটার রশিদ খান মাথা ঘুরিয়ে দিয়েছে সবার!'

'আফগান ক্রিকেটার রশিদ খান মাথা ঘুরিয়ে দিয়েছে সবার!'

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের নবীন দেশ আফগানিস্তানের দুই ক্রিকেটার এই প্রথমবারের মত আইপিএল খেলছে। এর মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা তরুণ স্পিনার রশিদ খান ক্রিকেট বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেছেন পারফর্মেন্স দিয়ে। তার ঘূর্ণিবলের জাদুতে মাথা ঘুরে যাচ্ছে সবার! এই তরুণ স্পিন তারকাকে নিয়ে কলকাতার একটি জনপ্রিয় দৈনিকে লিখেছেন ক্রিকেট লিজেন্ড রবি শাস্ত্রী। কালের কণ্ঠে'র পাঠকদের জন্য সেই লেখাটির কিছু অংশ তুলে ধরা হলো:

সানরাইজার্স হায়দরাবাদ টিমটায় আইপিএলের সেরা বাঁ-হাতিরা রয়েছে। ডেভিড ওয়ার্নার, যুবরাজ সিং, শিখর ধবন। তা ছাড়াও ওদের দলে আরও কয়েক জন বিগ হিটার আছে। ওরাই এখনও একমাত্র দল যারা এই আইপিএলে দুইশর ওপর রান তুলেছে। হায়দরাবাদ এখন খবরে চলে এসেছে ওদের এক তরুণ ক্রিকেটারের সৌজন্যে। রশিদ খান ওর বোলিং দক্ষতার ঘষামাজা করেছে এমন এক জায়গায় যেখানে গুলির আওয়াজ আর বোমা বিস্ফোরণ প্রতি মুহূর্তে শোনা যায়। আফগানিস্তানের ওই পরিবেশে রশিদের ক্রিকেট প্রস্তুতির কথা শুনলে মাথা যেন কেমন ঘুরে যায়। মাঠেও ওর পারফরম্যান্স মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যান ডিফেন্স করতে গিয়ে ওর বলে এলবিডব্লিউ হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে রশিদের বলের রহস্যটা সহজে বুঝতে পারছে না ব্যাটসম্যানরা।

এটা পরিষ্কার, রশিদের হাত দেখে বোঝা যাচ্ছে না কোনটা লেগব্রেক আর কোনটা গুগলি হবে। ওর নিখুঁত নিশানা আর গতির হেরফের ব্যাটসম্যানদের চাপে রেখে যাচ্ছে। দেখা গিয়েছে, ডেথ ওভারেও ভাল বল করার ক্ষমতা আছে এই ছেলেটার। সানরাইজার্সের উচিত হবে রশিদের ওভারগুলোকে পুরো ইনিংসে ঠিক মতো কাজে লাগানো। আমি একটুও অবাক হব না, যদি দেখি ওকে এক সঙ্গে পুরো কোটা না করিয়ে ইনিংস জুড়ে ঘুরিয়ে ফিরিয়ে আনা হচ্ছে।

রশিদ এবং বাকিদের কিন্তু বুধবার একটা বড় পরীক্ষার মুখে পড়তে হবে। মুম্বাই ওপেনাররা একেবারে টেরিয়ারের মতো একগুঁয়ে। আর ওদের ব্যাটিং গভীরতা এত বেশি যে রোহিত শর্মার ব্যর্থতাও বিপদের ঘণ্টা বাজায় না। রান তাড়া করায় মুম্বাই সবচেয়ে বিপজ্জনক দল। হায়দরাবাদ নিশ্চয়ই চাইবে টস জিতলে সেই সুযোগটা ওদের না দিতে। ওয়াংখেড়েতে আরও একটা দারুণ লড়াই কিন্তু আমরা দেখতে যাচ্ছি।
১২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে