স্পোর্টস ডেস্ক: আইপিএল খেলতে মঙ্গলবারই ভারতে পৌঁছেছেন 'কাটার মাস্টার' খ্যাত মুস্তাফিজুর রহমান। সেখান থেকেই তিনি আয়ারল্যন্ডে ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন। তাই বেশ কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে তার। দেশ ছাড়ার আগে সাংবাদিকদের বলেও গেছেন, আইপিএলে নিজের সেরাটা দিয়ে বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করতে চান তিনি। ভারত যাওয়ার পর দলের সেরা অস্ত্রটিকে বরণ করে নিয়েছে হায়দরাবাদ।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক এবং টুইটার পেইজে কাটার মাস্টারকে স্বাগত জানিয়ে তারা লিখেছে, 'দ্য ফিজ! ওয়েলকাম ব্যক টু দ্য অরেঞ্জ আর্মি। ' সাথে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে 'রাইজ অব অরেঞ্জ'। আর ছবিতে দেখা যাচ্ছে হোটেলের লবিতে নীল শার্ট পরে দাঁড়ানো কাটার মাস্টারকে। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে হায়দরাবাদ। এই ম্যাচে মুস্তাফিজের খেলার জোর সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
পোস্টটিতে লাইকের সংখ্যা ইতিমধ্যে লাখ ছাড়িয়ে গেছে। চলছে কমেন্টের বন্যা। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা সহ হায়দরাবাদের সাপোর্টাররা মুস্তাফিজকে স্বাগত জানাচ্ছেন। ইতিমধ্যেই আরেক তরুণ আফগান স্পিনার রশিদ খান হায়দরাবাদের হয়ে ঘূর্ণিজাদুতে সাড়া জাগিয়েছেন। তার সঙ্গে এখন মুস্তাফিজ যুক্ত হলে হায়দরাবাদকে আর পায় কে? ডেভিড ওয়ার্নারের দলটি যেন তরুণ সেনসেশনদের উর্বর ভূমি।
১২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিপি