স্পোর্টস ডেস্ক: নারীঘটিত কারণে চলতি বছরের শুরুতেই জেলে যেতে হয়েছিল জাতীয় দলের তারকা স্পিনার আরাফাত সানিকে। সম্প্রতি জামিনে বের হয়ে দেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে দল পান তিনি। প্রাইম দোলেশ্বরের হয়ে আজ উদ্বোধনী ম্যাচেই তুলে নেন ৫ উইকেট। তার ঘূর্ণি জাদুতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭৮ রানের বড় জয় পায় তার দল।
আজ বুধবার বিকেএসপিতে টসে জিতে ব্যাট করতে নেমে ২৮৭ রান সংগ্রহ করে শাহরিয়ার নাফীসের প্রাইম দোলেশ্বর। আব্দুল মজিদ ৮৩ বলে ৭৭, মার্শাল আইউব ৬৩ এবং ইমতিয়াজ হোসেন ৩৮ রান করেন। তবে অধিনায়ক নাফীস এদিন ০ রানেই আউট হয়ে যান। জবাবে ব্যাট করতে নেমে ফরহাদ রেজার আক্রমণে কাবু হয়ে পড়ে পারটেক্স। কিন্তু আসল ম্যাজিক তখনও বাকী ছিল। সেটা শুরু হয় ম্যাচের ৩৫ তম ওভার থেকে।
পারটেক্সের রান তখন ৩ উইকেটে ১২৩। জয়টা একটু কঠিন হলেও অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু এমন সময়ই সানির আবির্ভাব। ১০ ওভার বল করে ৩ মেডেনসহ ৩৩ রানে ৫ উইকেট তুলে একাই ধসিয়ে দেন পারটেক্সের ব্যাটিং লাইনআপ! ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান তুরেই সন্তুষ্ট থাকতে হয় পারটেক্সকে। ম্যাচসেরার পুরস্কার ওঠে আরাফাত সানির হাতে।
১২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিপি