স্পোর্টস ডেস্ক: হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে আগের দিনই ভারতে উড়ে গেছেন মুস্তাফিজুর রহমান। আজ মাঠেও নেমে পড়েছেন বাংলাদেশের তরুণ পেসার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে হায়দরাবাদ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানের পুঁজি পেয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। এবার কাজটা মুস্তাফিজ-নেহরা-ভুবনেশ্বরদের।
অধিনায়ক ওয়ার্নার ও শিখর ধাওয়ান যেভাবে শুরু করেছিলেন তাতে একটা সময় মনে হচ্ছিল, হায়দরাবাদের সংগ্রহটা দুই শ’র কাছাকাছি যাবে। দুই ওপেনার ১০ ওভারে বিনা উইকেটে তুলেছিলেন ৭৫ রান।
একাদশ ওভারে হরভজন সিংয়ের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলে আউট হয়ে ফিরে যান ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ৩৪ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৪৯। এরপর দীপক হুদা ও ধাওয়ানের ২৪ রানের জুটিটা ভাঙার পরই পথ হারায় হায়দরাবাদ। ১ উইকেটে ১০৫ থেকে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৫৫!
শেষ পর্যন্ত তাই ১৫৮ রানের বেশি করতে পারেনি প্রথম দুই ম্যাচ জেতা হায়দরাবাদ। ধাওয়ান ৪৩ বলে ৫ চার ও এক ছক্কায় করেছেন ৪৮। ১০ বলে ২০ রান বেন কাটিংয়ের। যুবরাজ সিং ৭ বলে ৫ রানের বেশি করতে পারেননি। ২৪ রানে ৩ উইকেট নিয়ে মুম্বাইয়ের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ।
১২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিপি