সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৪০:৪১

থাকছেন না সাকিব! দেখে নিন-দক্ষিন আফ্রিকা সফরে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

থাকছেন না সাকিব! দেখে নিন-দক্ষিন আফ্রিকা সফরে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

স্পোর্টস ডেস্ক: ১৬ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। দক্ষিন আফ্রিকায় দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-২০ খেলবে বাংলাদেশ।  এরই নেপথ্যে টাইগারদের আফ্রিকা সফরের দল ঘোষণা করার কথা আগেই।  কিন্তু কোন কারনে এই ঘোষণার তারিখ পেছানো হয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে টেস্টে দারুণ ফর্মে আছেন সাকিব আল হাসান।  শ্রীলঙ্কা সফরে হাঁকিয়েছেন শতক।  অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে ব্যাটে-বলে রেখেছেন বড় অবদান।  এমন সময়ে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিশ্রাম চাচ্ছেন এ অলরাউন্ডার।

এরপরে গত অস্ট্রেলিয়া সিরিজেও ১৫ সদস্যের দলে ডাক পাননি তিনি।  তবে ধারণা করা যাচ্ছে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্ট ম্যাচের সিরিজের জন্য ডাক পেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ বলে ।
টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে, “বাইরের কন্ডিশনে রিয়াদের (মাহমুদউল্লাহ) ফর্ম তাকে দলে ফেরানোর কথাই বলছে।  আমরা তাকে বিবেচনায় রেখেছি। "

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের স্কোয়াডে পেসার ছিলেন তিনজন।  এরা হলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।  মিরপুরে প্রথম টেস্টে শফিউল ও মুস্তাফিজুরকে নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ।  দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে একমাত্র পেসার ছিলেন বাঁহাতি মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নিনঃ

১।  তামিম ইকবাল ২।  সৌম্য সরকার ৩।  মুমিনুল হক ৪।  মাহমুদউল্লাহ রিয়াদ ৫।  মুশফিকুর রহিম (অধিনায়ক)  ৬।  সাব্বির রহমান ৭।  মেহেদি হাসান মিরাজ ৮।  মোস্তাফিজুর রহমান ৯।  তাসকিন আহমেদ ১০।  শফিউল ইসলাম ১১।  রুবেল হোসেন ১২।  কামরুল ইসলাম রাব্বি এবং ১৩।  লিটন দাস/নুরুল হাসান সোহান ১৪।  ইমরুল কায়েস।
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে