সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:১৬:২০

পাকিন্তানে আমরা ক্রিকেটের চেয়েও বড় কিছুর জন্য খেলব: দু প্লেসি

পাকিন্তানে আমরা ক্রিকেটের চেয়েও বড় কিছুর জন্য খেলব: দু প্লেসি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ফাফ দু প্লেসির নেতৃত্বে বিশ্ব একাদশ এখন লাহোরে। মঙ্গলবারই শুরু হবে 'ইন্ডিপেন্ডেন্স কাপ' নাম দেয়া ঐতিহাসিক এই সিরিজ। তার আগের দিন ফাফ দু প্লেসি জানিয়েছেন বড় কিছুর জন্যই খেলবেন তারা।

দক্ষিণ আফ্রিকা টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক ফাফ দু প্লেসি পাকিস্তান পৌঁছে সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমরা ক্রিকেটের চেয়েও বড় কিছুর জন্য খেলব। ক্রিকেটার হিসেবে বলতে পারব পাকিস্তানে ক্রিকেট ফেরাতে আমারও অবদান ছিলো।'

সোমবার লাহোরে সংবাদ সম্মেলন করেন বিশ্ব একাদশের অধিনায়ক ফাফ দু প্লেসি ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তাদের বিশ্বাস সন্ত্রাসবাদকে পরাস্ত করবে খেলা।

ফ্লাওয়ার বলেন, 'এটা কেবলই ক্রিকেট নয়, তারচেয়ে বেশি কিছু।' জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার পাকিস্তানি দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, 'বিশ্বের সেরা সেরা ক্রিকেটাররা এখন পাকিস্তানে। আপনারা মাঠে এসে এবার তাদের খেলা দেখতে পারবেন আগের মত।' তিনি বলেন, 'আমি নিশ্চিত আন্তর্জাতিক তারকা এখান থেকে সুন্দর স্মৃতি নিয়েই ফিরতে পারবে।'

লাহোরে খেলা উপলক্ষে পুরো শহর জুড়েই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গেল কবছর থেকেই জঙ্গি হামলার জন্য আলোচনায় থাকা দেশটির পাঞ্জাব প্রাদেশিক সরকার প্রতিশ্রুতি দিয়েছে সর্বোচ্চ নিরাপত্তার।
লাহোরের প্রস্তুতির বেশ কিছু ছবি প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যায় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে লাহোর শহর। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঝুলছে তামিম ইকবালদের বিলবোর্ড।

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া হিসেবে সিরিজটির উদ্যোগ নেয় খোদ আইসিসি। দেওয়া হয় আন্তর্জাতিক মর্যাদা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ১২, ১৩ এবং ১৫ সেপ্টেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই সিরিজ খেলতে বাংলাদেশের তামিম ইকবাল বিশ্ব একাদশের সঙ্গে পাকিস্তানে আছেন।

বিশ্ব একাদশ স্কোয়াড :
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তামিম ইকবাল, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি।
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে