বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ০২:০৬:০১

মাঠই তার ঠিকানা

মাঠই তার ঠিকানা

স্পোর্টস ডেস্ক: এমন নয় যে হঠাৎ ভূমিকম্পে ধসে গেছে রিয়াল মাদ্রিদের সুরম্য প্রাসাদ। বরং একটু একটু করেই ভেঙেছে ১৩৭ দিন ধরে। কখনো খসেছে কড়িকাঠ, কখনো খিলান। ফ্লোরেন্তিনো পেরেজও বোধ হয় ক্ষণ গুনছিলেন চূড়ান্ত মুহূর্তের, এল ক্লাসিকোতে হারের পর ইউলেন লোপেতেগিকে বিদায় করে দিয়ে তাঁর জায়গায় বিকল্প তো ঠিক করেই ফেলেছেন, এমনকি মৌসুমের প্রথম কোপা দেল রে-র ম্যাচে মেইয়ার বিপক্ষে মাঠে নামার আগে দলকে অনুশীলনও করিয়েছেন নতুন কোচ সান্তিয়াগো সোলারি। মাঠই তার ঠিকানা। 

আর্জেন্টিনার হয়ে ১১টা ম্যাচ খেলা মিডফিল্ডার সোলারি ছিলেন রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলের কোচ। বছর পাঁচেক রিয়ালে কাটিয়ে ১৩০টা ম্যাচ খেলা সোলারি ২০১৩ সালে রিয়ালের কিশোর দলের কোচ হিসেবে কাজ শুরু করেন। ২০১৬-র জুলাই থেকে কাজ করছেন রিয়ালের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার সঙ্গে, তাদের ৮৬টা ম্যাচে খেলিয়ে ৩২টা জিততে দেখেছেন, ২৫টা দেখেছেন হারতে আর ২৯টা ম্যাচে মাঠ ছেড়েছে সমতায়। কোপা দেল রে-র ম্যাচ, মার্সেলো, ভারান ও মারিয়ানো চোটের কারণে আলাদা অনুশীলনে তাই পুরনো শিষ্যদের অর্থাৎ কাস্তিয়ার পাঁচজনকে ডেকেছিলেন মঙ্গলবার সকালের অনুশীলনে। 

পাসিং, বল নিয়ন্ত্রণ আর বল পজেশনের ড্রিলের পর শর্ট স্প্রিন্ট—সবই হয়েছে অনুশীলনে। এরপর রিয়ালের কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে এসে সোলারি জানিয়েছেন, ‘সবাই বেশ মুষড়ে আছে, তবে আমি পরিস্থিতিটা পাল্টে দিতে চাই। এই দলটিই তো ছিল জয়ী, তারা একদল যোদ্ধা, যারা অনেক শিরোপা জিতেছে।’ দুঃসময়কে জীবনেরই অংশ বলে মনে করেন এই আর্জেন্টাইন, জানালেন, ‘জীবনে আমরা সবাই তো দিন কাটিয়ে যাচ্ছি। খেলোয়াড়দের জন্যও তো ব্যাপারটা একই রকম। 

তাদের হয়তো দৃষ্টিভঙ্গিটা আলাদা, তবে তারাও তো প্রতিটা ম্যাচেই সব কিছু ঠিকঠাকভাবে করার চিন্তাভাবনা নিয়েই মাঠে নামে।’ লোপেতেগির সঙ্গে আলাপ হয়েছে কি না এমন প্রশ্নে ব্যক্তিগত ব্যাপার বলে এড়িয়ে গেলেও ক্লাবের কোচ হিসেবে নিজের দর্শনটা বুঝিয়ে দিয়েছেন, ‘আমি এই ক্লাবে ছিলাম, অন্য অনেক কিছুই করেছি। খেলেছি, ঘাম ঝরিয়েছি। রিয়াল মাদ্রিদ আমাদের সবার চেয়ে বড়, আমি শুধু এর একটা অংশ হতে চেয়েছি।’ এএস
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে