বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ০২:৩৩:২৬

স্ট্যাম্পিংয়ে সময় নিলেন মাত্র ০.০৮ সেকেন্ড!

স্ট্যাম্পিংয়ে সময় নিলেন মাত্র ০.০৮ সেকেন্ড!

স্পোর্টস ডেস্ক: ব্যাটিংয়ে এমএস ধোনির সেই ফর্ম আর নেই। বহুদিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই বিধ্বংসী ফিনিশার। তবে উইকেট কিপিংয়ে যে তিনিই ভারতের সেরা সেটা আরো একবার প্রমাণ করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। অবিশ্বাস্য গতিতে স্ট্যাম্পিং করে আবারও আলোচনায় চলে এসেছেন ধোনি।

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে খেলা চলছিল। ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৭ ওভারের খেলা চলছিল তখন। বল হাতে ছিলেন রবিন্দ্র জাদেজা। স্ট্রাইকে কিমো পল। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনি। 

ওভারের শেষ বলটি ছুঁড়তেই পলের ব্যাট ছুঁয়ে ধোনির গ্লাভসে যেতেই বিদ্যুৎ গতিতে স্ট্যাম্পিং! হতবাক পল। বোলার জাদেজাও। কিন্তু আত্মবিশ্বাসী ধোনি হাসছেন। কাজ যা করার তিনি করে ফেলেছেন। রিভিউতে সে হাসির প্রতিফলনই হলো। আউট পল।

সবচেয়ে বিস্ময়কর হল টাইমিং! এক সেকেন্ডও নয়। আধা সেকেন্ডও নয়। উইকেটের বেল ফেলে দিতে ভারতের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার সময় নিলেন মাত্র ০.০৮ সেকেন্ড। চোখের পলক ফেলার সময়ও দেননি, তার মধ্যে বল পিক করে উইকেট ভেঙ্গে পলকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ধোনি। 

মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ধোনির এই স্ট্যাম্পিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল। এর মধ্যদিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে দ্রুত গতির স্ট্যাম্পিংয়ের রেকর্ড গড়ে ফেললেন ধোনি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে