বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ০২:৫৩:২১

অবশেষে ফিরছেন দুই টাইগার ক্রিকেটার, এবার দল হবে আরো শক্তিশালী!

 অবশেষে ফিরছেন দুই টাইগার ক্রিকেটার, এবার দল হবে আরো শক্তিশালী!

স্পোর্টস ডেস্ক: অবশেষে ফিরছেন দুই টাইগার ক্রিকেটার, এবার দল হবে আরো শক্তিশালী! সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের নির্ভরযোগ্য দুই তারকা খেলতে পারেনি। একজন তামিম ইকবাল এবং একজন সাকিব আল হাসান। দুজনেই হাতের ইনজুড়ির কারনে এশিয়া কাপ থেকে দলের বাইরে।

এরপর জিম্বাবুয়ে সিরিজে তাদের অভাব কে পূরন করবে সেটাই ছিল দেখার বিষয়। আর সেই দেখার সময়টাতে বেশ ভালোভাবেই কাজটি সেরেছে দলে ডাক পাওয়া তারকারা।

ওপেনিংয়ে নেমে ইমরুল কায়েস দুটি সেঞ্চুরী ও একটি অর্ধশতক করেছে।লিটন দাস দুই ম্যাচে ব্যর্থ হলেও একটি ম্যাচে করেছে সেঞ্চুরী ছুই ছুই রান। সৌম্য সরকার তৃতীয় ম্যাচে ডাক পেয়েই করলেন সেঞ্চুরী।

সাইফুদ্দিন অল রাউন্ডারের অভাব পূরন করেছেন দারুন ভাবে। বোলিং এবং ব্যাটিংয়ে ছিলেন অনন্য। দারুন বোলিং করেছেন মুস্তাফিজরা। আর এত সব দারুন কাজের মধ্যে এখন বাংলাদেশের একাদশ কিভাবে সাজাবে সেটা নিয়েই যেন মধুর সমস্যায় বাংলাদেশ দলের নির্বাচকরা। কেননা, তামিম ইকবাল এবং সাকিব আল হাসান ফিরলে তাদের জায়গা দলে নিশ্চিত। আর সেখানেই তো যত ঝামেলা।

কেমন হতে পারে তামিম সাকিব ফিরে এলে বাংলাদেশের একাদশ?

১. তামিম ইকবাল
২. লিটন দাস
৩. সৌম্য সরকার
৪. সাকিব আল হাসান
৫. মুশফিকুর রহীম
৬. ইমরুল কায়েস
৭. মাহমুদউল্লাহ রিয়াদ
৮. মোহাম্মদ সাইফ উদ্দিন
৯. মাশরাফি মর্তুজা
১০. মেহেদী হাসান মিরাজ।
১১. মুস্তাফিজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে