বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ০৩:৫২:৫৪

নতুন নেতা আসছে পাকিস্তান টিমে

নতুন নেতা আসছে পাকিস্তান টিমে

স্পোর্টস ডেস্ক: নতুন কমিটি নিয়ে কাজ শুরু করেছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড (পিসিবি)। নবগঠিত কমিটির প্রধান মহসিন খান দায়িত্ব নিয়েই বড় ধরণের রদবদলের ইঙ্গিত দিয়েছেন। বদল আসতে পারে অধিনায়ক পদেও। মহসিন খান নাকি উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে টেস্টের নেতৃত্বে আর দেখতে চাইছেন না। নতুন নেতা আসছে পাকিস্তান টিমে। 

শুক্রবার নতুন ক্রিকেট কমিটি গঠন করেছে পিসিবি। যাতে মহসিন খানের নেতৃত্বে যুক্ত করা হয়েছে ওয়াসিম আকরাম, মিসবাহ উল হকের মতো কিংবদন্তিদের। আছেন মেয়েদের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক উরুজ মমতাজও।

কমিটির প্রধান মহসিন খান মনে করছেন, সরফরাজ ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ঠিক আছেন। টেস্টে নেতৃত্বের পরিবর্তন দরকার। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি। সরফরাজকে নেতৃত্ব দেয়া হয়েছে ঠিক আছে, কিন্তু নতুন একজনের উপর তিন ফরমেটের কঠিন দায়িত্ব দেয়া ঠিক হয়নি। তার জন্য এটা শারীরিক চাপ। টি-টোয়েন্টি, ওয়ানডের সঙ্গে টেস্ট; যদি সে তিন ফরমেটেই অধিনায়ক থাকে তবে তার মানসিক স্বস্তিটা আর থাকবে না।’

তবে টেস্টে কাকে নেতৃত্বে দেখতে চান মহসিন খান? কারও নাম আলাদা করে না বললেও সিনিয়র কাউকে পছন্দ তার। ক্রিকেট কমিটির প্রধান বলেন, ‘আমি তাকে (সরফরাজকে) টি-টোয়েন্টি আর ওয়ানডের অধিনায়ক করতে বলেছিলাম। টেস্টে সিনিয়র একজনকে দায়িত্ব দিতে হবে, এক বছর কিংবা দেড় বছরের জন্য। এতে সরফরাজ সময় পাবে। আত্মবিশ্বাস অর্জন করে নিজেকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে পারবে।’

যদিও মহসিন খান জানিয়েছেন, সরফরাজকে টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার ক্ষমতা তার কমিটির নেই। তারা কেবল বোর্ড চেয়ারম্যান এহসান মানিকে এই পরামর্শটা দিতে পারেন। মহসিন সেটা বোর্ড প্রেসিডেন্টকে বলবেন বলেই জানিয়েছেন। ফলে যে কোনো সময় টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে সরফরাজকে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে