সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ০৪:১৪:২৫

নিউজিল্যান্ডে সাফল্য পেতে টাইগারদের যে পরামর্শ দিলেন ড্যানি মরিসন

নিউজিল্যান্ডে সাফল্য পেতে টাইগারদের যে পরামর্শ দিলেন ড্যানি মরিসন

স্পোর্টস ডেস্ক : দেশে কিংবা নিরপেক্ষ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য পেলেও, নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে কেমন যেন পথ হারিয়ে বসে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে মোট ২১ ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি টাইগাররা।

বাংলাদেশ কীভাবে কিউইদের তাদের মাঠে হারাতে পারবে? তা নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন সাবেক কিউই পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার ড্যানি মরিসন। নিউজিল্যান্ডে প্রথমবারের মতো তিন টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও। 

তার আগে মরিসন টাইগারদের দিলেন সাফল্যের পরামর্শ। তার মতে, দীর্ঘ এই সফরে বাংলাদেশ যদি ভালো করতে চায়, তাহলে আস্থা রাখতে হবে দলের পেসারদের ওপর। নিউজিল্যান্ডে ভালো করতে হলে পেসারদের জ্বলে ওঠা ছাড়া বিকল্প নেই বলে মনে করেন সাবেক কিউই পেসার।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আমার মনে হয় দীর্ঘ এই সফরে ভালো করার জন্য যেমন পেস বোলিং বিভাগ দরকার, বাংলাদেশের তা রয়েছে। আমি জানি মোস্তাফিজ ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলতেই বেশি পছন্দ করে, তবুও তার প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই। রুবেলের গতি যথেষ্ট।’ 

ড্যানি মরিসন আরো বলেন, ‘দুই বছর আগেও রুবেলের ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও এখন সে নিজেকে বেশ গুছিয়ে এনেছে। বাংলাদেশের পেসারদের মধ্যেও বৈচিত্র্য আছে। তারা ভিন্ন ভিন্ন উচ্চতার। দুজন বাঁহাতি পেসারও রয়েছে। তারা বেশ ভালো সুইংও করতে পারে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে