রবিবার, ০৭ এপ্রিল, ২০১৯, ১২:০৭:০১

নতুন বউকে নিয়ে খেলার মাঠে মেহেদি হাসান মিরাজ

নতুন বউকে নিয়ে খেলার মাঠে মেহেদি হাসান মিরাজ

স্পোর্টস ডেস্ক:নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় বিয়ে করেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। খুলনা শহরের খালিশপুরে কনের বাড়িতে গত ২১ মার্চ সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ‍এসময় উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।

বিয়ের পরে ঢাকায় ফিরে ইতিমধ্যে মাঠে নেমেছেন মিরাজ। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনীর জার্সিতে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার।
মিরাজ শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছেন স্ত্রী রাবেয়া আখতার প্রীতিকে নিয়ে। তিনি স্ত্রীকে প্রথমবার শেরে-বাংলা স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠ, জিমনেশিয়াম আর বিসিবি একাডেমি ভবন ঘুরে দেখান। 

এ সময় মিরাজের মুখে ছিল লাজুক হাসি। সতীর্থসহ মাঠে যারাই উপস্থিত ছিলেন তাদের সঙ্গে স্ত্রীকে পরিচয় করিয়ে দেন মিরাজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে