রবিবার, ০১ ডিসেম্বর, ২০১৯, ০৪:৩২:৩৩

আমি নয়, লারার রেকর্ড ভাঙতে পারে একমাত্র রোহিতই : ওয়ার্নার

আমি নয়, লারার রেকর্ড ভাঙতে পারে একমাত্র রোহিতই : ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার টেস্টে করা অপরাজিত ৪০০ রানের রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, তা হলে তিনি রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের এমনটাই ধারণা।

অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। সবাই যখন ধরেই নিয়েছিলেন আর ৬৫ রান করলেই লারার রেকর্ড ছুঁয়ে ফেলবেন, ঠিক তখনই অজি অধিনায়ক টিম পেইন ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন।

ক্রিকেটবিশ্ব বিস্মিত হয়ে গেলেও ওয়ার্নার পরে জানান, লারার রেকর্ড ভাঙার কথা তার মাথাতেই ছিল না। চারশো রানের ইনিংস খেলা সহজ নয়। শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয় ব্যাটসম্যানকে। 

ওয়ার্নার বলেন, ‘আমাদের মাঠগুলো অনেক বড়। ফলে বাউন্ডারি মারা সব সময়ে সম্ভব হয় না। শরীর ক্লান্ত হয়ে গেলে চালিয়ে খেলা কঠিন হয়ে পড়ে। শেষের দিকে আমি দুই রান নিচ্ছিলাম। বাউন্ডারি মারতে পারব, এটা আমার মনেও হচ্ছিল না।’

লারার কীর্তির কাছাকাছি পৌঁছেও ক্যারিবিয়ানের রেকর্ড ছোঁয়া হল না ওয়ার্নারের। ৪০০ রানের মাইলস্টোন কার পক্ষে ছোঁয়া সম্ভব? বাঁ হাতি অজি ওপেনার বলছেন, ‘একজন কোনও ক্রিকেটারের নাম যদি বলতেই হয়, তা হলে আমি রোহিত শর্মার কথাই বলব। লারার রেকর্ড ভাঙতে পারে একমাত্র রোহিতই।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে