শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ১২:১৬:৫১

আমি সবকিছু উপভোগ করি, আমার মধ্য কোনও মান-অভিমান নেই : মাশরাফি

আমি সবকিছু উপভোগ করি, আমার মধ্য কোনও মান-অভিমান নেই : মাশরাফি

স্পোর্টস ডেস্ক : আচ্ছা, মাশরাফি বিন মর্তুজা কি অভিমানে চুপ হয়ে গেছেন? জাতীয় দল থেকে অবসর নেয়া নিয়ে পরিষ্কার করে কিছু বলছেন না। কবে নাগাদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন? কোন মাসে কার বিপক্ষে সিরিজে? সামনে আগামী ফেব্রুয়ারি-মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে যে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ, সেটাই কি হবে তার শেষ সিরিজ? 

নানা প্রশ্ন, জল্পনা-কল্পনার ফানুস বাতাসে। আসলে কি ভাবছেন মাশরাফি? তবে কি তিনি মাঠ থেকে অবসরে যাওয়ার কথা ছেড়ে অভিমানে মাঠের বাইরে থেকেই সরে দাঁড়াবেন? এমন ফিসফাসও কিন্তু আছে। শুক্রবার এসব প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

সন্ধ্যায় রংপুরের কাছে হারের পর সংবাদ সম্মেলনে কথা বলতে এসেছিলেন ঢাকা প্লা'টুন অধিনায়ক। ঢাকার সুপার ফোর নি'শ্চি'ত। আজ জিতলে হয়তো প্রথম দুই দলের মধ্যে থাকার সম্ভাবনা খুব উজ্জ্বল হতো। তা নিয়ে কথা হলো। মাশরাফি কিছু ব্যাখ্যা-বিশ্লেষণ দিলেন। কিন্তু এক পর্যায়ে পুরো কথোপকথন চলে গেল তার জাতীয় দল থেকে অবসর প্রসঙ্গে।

কথার শুরুতে জানিয়ে দিলেন, কোনোরকম মান ও অভিমান তার নেই। জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি থেকে বিদায়ের পেছনেও অনেক কাহিনী ছিল। কিন্তু সে সব নিয়ে তিনি একটি কথাও বলেননি। আজ অবসর প্রসঙ্গ আসতেই কেমন যেন হয়ে গেলেন মাশরাফি। অনেক কথার ভীড়ে এক পর্যায়ে বলেও ফেললেন, আপনি বলতে পারেন অবসর সবাই করিয়ে দিয়েছে।

মুখে তাই এমন কথা, ‘অভিমান আমার মনে হয় না। আমি যখন টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছি অনেক কারণ আপনাদের বলেছি। আমি অভিমান-টভিমান নিয়ে চলি না। এটা একেবারেই নাই। আর অবসর নিয়ে যেটা বললেন, আমি নিজেও হয়তো যে জায়গায় অবস্থান করছি, সেটাকেও এনজয় করছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে