বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১, ১১:২০:০১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক নম্বরে মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক নম্বরে মাশরাফি

স্পোর্টস ডেস্ক :  আগামী ১০ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই এই সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

অন্যদিকে এই সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে প্রাথমিক স্কোয়াডে সুযোগ হয়নি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ফাস্ট বোলার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী বোলিং করে থাকেন মাশরাফি বিন মর্তুজা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৩০ উইকেট সংগ্রাহ করে এখনও এক নম্বরে আছেন তিনি। শুধু তা-ই নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ১৩ টি মেডেইন ওভার পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফি খেলেছেন ১৯ টি ম্যাচ। এই ১৯ ম্যাচে ১৬৮ ওভার বোলিং করেছেন মাশরাফি। ৪.৬৪ ইকোনমিক রেটে তিনি রান দিয়েছেন ৭৯১।‌ বেস্ট বোলিং ফিগার ৩৭ রানে ৪ উইকেট।

সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে