শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২১, ০২:৫২:৪৯

আজ আবারো মিরাজের ফাঁদে ওয়েস্ট ইন্ডিজ

আজ আবারো মিরাজের ফাঁদে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের ৪৩০ রানের জবাবে তৃতীয় দিনে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ। চা বিরতির আগ পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ৭ উইকেটে ২৫৩ রান। আজ দিনে প্রথম বলেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এনক্রুমা বোনার (১৭)। ভেঙেছে তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি।

এরপর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের পথের কাটা হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তার ফিফটিতে ক্যারিবীয়রা স্বপ্ন দেখছিল। তবে তাকে খুব আজ টিকতে দেননি স্পিনার নাইম। দারুণ এক ডেলিভারিতে তাকে ব্যক্তিগত ৭৬ রানে বোল্ড করে ফেরত পাঠিয়েছেন তিনি।

দুই প্রান্ত থেকে স্পিনাররা যখন সফরকারীদের উপস্থিত ছিলেন তখন ভিন্ন পথ বেছে নেন কাইল মায়ের্স। স্বাগতিক বোলারদের উপর আক্রমণ করে খেলতে থাকেন তিনি। ৬৫ বলে ৪০ রান করার পথে মেরেছেন ৬ টি বাউন্ডারি এর পরেই আক্রমণে এসে ত্রাসের রাজত্ব করা মায়ের্সকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফিরিয়েছেন মিরাজ।

৫ উইকেটে ১৮৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন ব্ল্যাকউড ও জসুয়া ডা সিলভা। দ্বিতীয় সেশনে তারা দুইজন দারুণ ব্যাটিং করেছেন। ধৈর্যশীলতার পরিচয় দিয়ে এই দুই ডানহাতি ব্যাটসম্যান এগিয়ে নেন ওয়েস্ট ইন্ডিজকে। চার বিরতির ঠিক যখন দুই ওভার বাকি তখনই জসুয়াকে আউট করে ৯৯ রানের জুটি ভাঙেন নাঈম। ৪২ রান করেন তিনি।

এরপরের ওভারেই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে লড়াই করে ফর্মে থাকা ব্লাকউড মিরাজের বলে আবার লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন । তার ব্যাট থেকে আসে ১৪৫ রানে ৮৬ রান। ক্রিজে এখন অপরাজিত আছেন কর্নওয়েল।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪৩০ (১৫০.২)
মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯, লিটন ৩৮, মুশফিক ৩৮, মুমিনুল ২৬, শান্ত ২৫, নাইম ২৪।
ওয়ারিকান ৪/১০০।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে