শুক্রবার, ০৪ জুন, ২০২১, ০৩:২৪:২৪

আমাদের লক্ষ্য এখন ভারতকে হারানো: তপু

আমাদের লক্ষ্য এখন ভারতকে হারানো: তপু

স্পোর্টস ডেস্ক: আসন্ন কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গতকাল শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। আর এই ম্যাচে দুর্দান্ত গোল করে দেশের ক্রীড়াঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে তপু বর্মণ।

এদিকে জাতীয় দলের হয়ে এটি তাঁর চতুর্থ গোল। যে গোল দলকে এনে দিয়েছে বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। দোহা থেকে গত রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তপু বলেছেন, এই ড্র ভারতের বিপক্ষে ৭ জুনের ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে।

এক সাক্ষাৎকারে তপু বর্মন বলেন, ‘আমাদের দলের বেশির ভাগ সেট পিসেই আমি টার্গেট ম্যান থাকি। এ ম্যাচে প্রতিটা সেট পিসেই যাচ্ছিলাম। প্রতিটা কর্নার, থ্রোতে ওপরে উঠছিলাম। ভেতর থেকে অনুভব করছিলাম যে কিছু একটা করতে পারব। এটা আমি কারও সঙ্গে শেয়ার করিনি। তবে আমি খুব পজিটিভ ছিলাম ম্যাচে। মনে মনে ভাবছিলাম, কিছু একটা করব। ভাগ্য ভালো যে অমন একটা পরিস্থিতিতে বলটা আমি পেয়ে গেছি এবং গোল করেছি।’

এ সময় তপু আরো বলেন, ‘জাতীয় দলের হয়ে চারটি গোল হয়ে গেল আমার। সাফ ফুটবলে তিনটি আর এ ম্যাচে একটি। ২০১৫ কেরালা সাফ ফুটবলে ভুটানের সঙ্গে প্রথম গোলটি করেছিলাম। পরের সাফের প্রথম দুটি ম্যাচেই গোল পেয়েছি। ২০১৮ সালে ঢাকায় ভুটান ও পাকিস্তানের বিপক্ষে। সাফে টানা তিন ম্যাচে তিন গোল আমার।’

এদিকে আগামী ৭ জুন ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে তপু বলেন, ‘আমাদের লক্ষ্য এখন ভারতকে হারানো। হাতে তিন দিন সময় আছে, রিকভারি ঠিকভাবে করতে হবে। কোচ বলেছেন, আফগানদের সঙ্গে ড্রয়ে খুশি হওয়ার মতো কিছুই হয়নি। আমাদের আরও খেলা আছে। ভারত ম্যাচ নিয়ে আমরা এখন কাজ করব। আমাদের সবাইকে খুব সিরিয়াস ও মনোযোগী থাকতে বলেছেন কোচ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে