নতুন এক ইতিহাস তৈরি করা হলো বাংলাদেশের দুই দামাল মাহমুদউল্লাহ আর তাসকিনের। আফসোস নিয়ে মাঠ থেকে বের হতে হলো।
ইতিহাস ঘাটলে দেখা যায়, ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে নবম উইকেট জুটিতে দুজন মিলে গড়েছিলেন ১৯৫ রানের পার্টনারশিপ। যাহা আজো বিশ্বরেকর্ড হিসেবে টিকে আছে দীর্ঘ ২৩ বছর ধরে।
কপাল খারাপ দুই টাইগার ক্রিকেটারের। বড় সুযোগ হয়েছিল দক্ষিণ আফ্রিকার বাউচার ও সিমকক্সকে আজ (বৃহস্পতিবার) পিছনে ফেলার। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাদের নবম উইকেট পার্টনারশিপ থামে ১৯১ রানে। যা বিশ্ব রেকর্ড থেকে ৪ রান কম!
সে যাই হউক, আজ বিশ্বরেকর্ড গড়া না হলেও টেস্টের নবম উইকেট জুটির দ্বিতীয় সেরা তালিকায় উঠেছে মাহমুদউল্লাহ ও তাসকিনের নাম। এই দুই টাইগার পেছনে ফেলতে পেরেছেন পাকিস্তানের আসিফ ইকবাল ও ইন্তেখাব আলমের গড়া ১৯০ রানের পার্টনারশিপকে।