রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫১:৩৪

ভুলটি করল পাকিস্তান, বড় ক্ষতি হলো নিউজিল্যান্ডের!

ভুলটি করল পাকিস্তান, বড় ক্ষতি হলো নিউজিল্যান্ডের!

পাকিস্তানের একটি ভুলে বড় ক্ষতি হলো নিউজিল্যান্ডের। বর্তমানে পাকিস্তানে সফরে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দীর্ঘ আঠার বছর পর তাদের এই সফর। ২০০৩ সালের পর পাকিস্তান সফরে গিয়ে এমন বিপাকে পড়েছে কিউইরা।

পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডিআরএস রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এমন ভুলে বড় ক্ষতি হলো নিউজিল্যান্ডের। 

ডিআরএস না থাকায় আইসিসির সুপার লিগের তকমা হারাচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজটি দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে গণ্য হবে।

ডিআরএস ছাড়াও এ সিরিজটি সুপার লিগের তকমা পেতে পারত, যদি উভয় দল ডিসিশন রিভিউ সিস্টেম না ব্যবহারে একমত হতো। জানা যায়, নিউজিল্যান্ড ক্রিকেট দল ডিআরএস প্রযুক্তি ছাড়া খেলতে রাজি হয়নি। সিরিজের আয়োজক পাকিস্তান আইসিসির অনুমোদিত কোনো প্রযুক্তি সংস্থাকে শেষ মুহূর্তে জোগাড় করতে পারেনি। 

শুক্রবার থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে ১৯ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।ওয়ানডে সিরিজ শেষে লাহোরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে