মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৯:০৩

আমার ছোটো মেয়ে ভারতের পতাকা ওড়াতে শুরু করে: শাহিদ আফ্রিদি

আমার ছোটো মেয়ে ভারতের পতাকা ওড়াতে শুরু করে: শাহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: গত রোববার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে ভারত ৫ উইকেটে হেরে যায়। এই পরাজয়ের কারণে কোটি কোটি ভারতীয়র হৃদয় ভেঙেছে। কারণ একটা সময় এই ম্যাচটা একেবারে ভারতের মুঠোয় চলে এসেছিল। 

তবে, একেবারে শেষ মুহূর্তে তা বেরিয়ে যায়। এই ম্যাচ শেষ হওয়ার পরে একটি টেলিভিশন অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি আসেন। সেখানে তিনি এমন একটি কথা বলেছেন, যা শোনার পর এত কষ্টের মধ্যেও ভারতীয় ক্রিকেট সমর্থকদের মুখে হালকা হাসির রেখা ফুটে উঠেছে। 

শাহিদ আফ্রিদির একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে। সেখানে তাকে একটি টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে এবং অনুষ্ঠানের সঞ্চালক তাঁকে প্রশ্ন করছেন। আলোচনার মাঝখানেই অনুষ্ঠানের মহিলা অ্যাঙ্কর তাকে রোববারের ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। 

সঙ্গে ওই সঞ্চালিকা আফ্রিদিকে আরও জানান যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যারা খেলা দেখতে এসেছিলেন, তাঁদের মধ্যে অধিকাংশ সমর্থকই ভারতীয় ছিলেন। তিনি বললেন, “আমার পরিবারও ওই ম্যাচটা দেখতে গিয়েছিল। আমার স্ত্রী আমাকে ভিডিও পাঠাচ্ছিলেন।” 

শাহিদ আফ্রিদি, “সে আমাকে বলল যে এখানে (দুবাই স্টেডিয়ামে) মাত্র ১০ শতাংশই পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক রয়েছেন। আর বাকী ৯০ শতাংশ ভারতীয় ক্রিকেট সমর্থক এসেছেন। হাতের কাছে পাকিস্তানের পতাকা না পাওয়ার কারণে আমার ছোটো মেয়ে ভারতের পতাকাই ওড়াতে শুরু করে। আমার কাছে সেই ভিডিয়োও এসেছে।”

আফ্রিদি এই কথাগুলো হাসতে হাসতে বলেন এবং এই কথা শুনে অ্যাঙ্করও অট্টহাস্যে ফেটে পড়েন। আগেও ভারতের পতাকা নিয়ে ভাইরাল হয়েছিলেন আফ্রিদি। ভারতের পতাকা হাতে ইতিপূর্বেও সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন শাহিদ আফ্রিদি। ২০১৮ সালে ভারতীয় পতাকা হাতে শাহিদ আফ্রিদির একটা ভিডিয়ো যথেষ্ট ভাইরাল হয়েছিল। 

একজন ভারতীয় ক্রিকেট সমর্থক শাহিদ আফ্রিদির সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন। সেই সমর্থকের হাতে ভারতের পতাকাও ছিল। কিন্তু, সেই পতাকাটি মুড়ে গিয়েছিল। আর এটা দেখামাত্রই শাহিদ আফ্রিদি ওই সমর্থককে বলেন যে তিনি যেন পতাকাটা ঠিক করে ধরেন। 

এরপরই আফ্রিদি ছবি তুলতে রাজি হয়েছিলেন। ভারতীয় পতাকার প্রতি শাহিদ আফ্রিদি যে সম্মান দেখিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট সমর্থকেরা তার ভরপুর প্রশংসা করেন। আর এদিন তিনি বলেন, “ওই ভিডিওটা টুইটারে শেয়ার করব কি না, তা নিয়ে এখনও সংশয়ে রয়েছি।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে