বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৫:৩৪

২৪ ঘণ্টার মধ্যেই পান্থকে নিয়ে অবস্থান বদলালেন উর্বশী

২৪ ঘণ্টার মধ্যেই পান্থকে নিয়ে অবস্থান বদলালেন উর্বশী

স্পোর্টস ডেস্ক: উর্বশী রাউতেলা কি ঋষভ পান্থের কাছে ক্ষমা চেয়েছেন? না কি চাননি? মঙ্গলবার একটি সাক্ষাৎকারে উর্বশীকে প্রশ্ন করা হয়েছিল, পান্থকে কোনও বার্তা দিতে চান? কিন্তু বার্তায় দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পান্থকে নিয়ে অবস্থান বদলালেন উর্বশী।

উর্বশী বলেছিলেন, ‘‘জানি না কী বলব...তবু বলতে চাই যে, আমি দুঃখিত। খুবই।’’ ২৪ ঘণ্টা পরেই উর্বশী জানালেন, পান্থের কাছে ক্ষমা চাননি তিনি। তার কথা ভুল ভাবে দেখানো হয়েছে।

বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উর্বশী লেখেন, ‘আজকালকার দিনে সিনেমা বা টেলিভিশনের অনুষ্ঠানের তুলনায় খবর অনেক বেশি তৈরি করা হয়। আমার ভক্ত ও প্রিয় মানুষদের কাছে আমি ক্ষমা চেয়েছিলাম। অন্য কারও কাছে চাইনি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে