বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১২:৩৯:৫৮

হঠাৎ অস্বস্তি পর্তুগাল শিবিরে, প্রস্তুতি ম্যাচে খেলবেন না রোনালদো

হঠাৎ অস্বস্তি পর্তুগাল শিবিরে, প্রস্তুতি ম্যাচে খেলবেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ফের অস্বস্তি পর্তুগাল শিবিরে। বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি ম্যান ইউ তারকা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি হঠাৎ করে পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন।

আজ, বৃহস্পতিবার লিসবনে নাইজিরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। কিন্তু তার আগে জাতীয় দলের কোচ ফের্নান্দো স্যান্টোস জানিয়ে দেন, প্রস্তুতি ম্যাচে খেলবেন না রোনালদো। তিনি পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন। তাই কাতার রওনা হওয়ার আগে তিনি ঝুঁকি নিয়ে খেলাতে চান না রোনালদোকে। 

তবে স্যান্টোস এও জানিয়েছেন, পর্তুগিজ তারকা শারীরিক ভাবে ভাল জায়গাতেই রয়েছেন। এই অসুস্থতা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এ বারের বিশ্বকাপে গ্রুপ এইচ-এ রয়েছে পর্তুগাল। মূলপর্বে ২৪ নভেম্বর ঘানা, ২৮ নভেম্বর উরুগুয়ে, ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে পর্তুগাল।

পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টস মনে করেন এই বছরই সেরা খেলাটা খেলবে তার দল। কাতার বিশ্বকাপের আগে তিনি বলেন, “সেরা খেলাটা খেলা বাকি আছে, সেটা এই বছরই হবে।” ৬৭ বছরের কোচের আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সেই আত্মবিশ্বাসের কারণ শুধু রোনালদো নন, এক ঝাঁক নতুন মুখও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে