স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ভক্তদের জন্য একটি হতাশর খবর। ইনজুরির কারণের সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেই ক্রিকেটবিশ্বের এই আক্রমণাত্মক ব্যাটসম্যান।
মঙ্গলবার প্রথম ম্যাচের পর ২৯ জানুয়ারি ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর এই লড়াইয়ের প্রথম ম্যাচেই খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। বর্তমানে হ্যামিস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠার চেষ্টা করছেন তিনি।
অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন কোচ মিখায়েল ডি ভেনুতো এই বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যাক্সওয়েলের পরিবর্তে প্রথম ম্যাচে সুযোগ পেতে পারেন সাউথ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান টারভিস হেড।
২৪ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস