স্পোর্টস ডেস্ক : সুরেশ রায়নার পরিবর্ত হিসেবে তাকে ভাবছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাই ম্যাচ জেতানো শতরানের পর স্পষ্ট বলে দিয়েছিলেন, পাঁচ নম্বরই হল তার সেরা জায়গা। কিন্তু সেই ধোনিরই এবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালেন মণীশ পান্ডে।
স্পষ্ট জানিয়ে দিলেন, ধোনির পছন্দ অনুযায়ী পাঁচ নম্বরে নয়, বরং তিনি চার নম্বরেই ব্যাট করতে চান। ভারতের বোর্ডের ওয়েবসাইটে সাক্ষাৎকারে মণীশ জানিয়েছেন, ‘চার নম্বরই আমার সেরা জায়গা।’
উল্লেখ্য, ভারতীয় দলে চার নম্বরে বরাবর নেমে আসছেন অজিঙ্কা রাহানে। তিনিও বেশ মানিয়ে নিয়েছেন। পাঁচ নম্বরে নামতেন সুরেশ রায়না। কিন্তু অস্ট্রেলিয়া সফরে তিনি দলে না থাকায় সেটা এখন মণীশের জায়গা। নিজের পছন্দমতো জায়গায় খেলাতে হলে ব্যাটিং অর্ডারে বদল ঘটাতে হবে ধোনিকে। যা দলের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে।
এদিন মণীশ আরও বলেন, ‘আমার ব্যাটিং স্টাইলের সঙ্গেও চার নম্বর জায়গাটাই খাপ খায়। এর আগের দুটো ম্যাচে আমি বেশিক্ষণ ব্যাট করতে পারিনি। ব্যাট করতে নেমে পিচ বুঝে নেওয়ার জন্য আগে তিন–চারটে বল খেলি, তার পর নিজের স্টাইল বদলে নিই। প্রত্যেক বলে বাউন্ডারি মারা সম্ভব নয়। তাই এক–দু’রান নেওয়ার পাশাপাশি লুজ বল পেলে মারতে হবে।’
নিজের শতরান নিয়ে অবশ্য উচ্ছ্বসিত বেঙ্গালুরুর ২৭ বছরের তরুণ। জানিয়েছেন, দেশের হয়ে শতরান ছিল তার অনেক দিনের স্বপ্ন। ‘আমি মনে মনে ছবি এঁকেছিলাম যে, একদিন সেঞ্চুরি করে ব্যাট তুলব, আর হেলমেটে চুমু খাব। সেটা সত্যি হওয়ায় দারুণ লাগছে’, বলেছেন মণীশ।
ভারতের ওপেনার রোহিত শর্মার মতে, গুরুত্বপূর্ণ সময়ে দল সুযোগ নিতে না পারাতেই সিরিজ হাতছাড়া হয়েছে। তাঁর কথায়, ‘অনেক কিছু ঠিকঠাক করলেও, বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে আমাদের। যেগুলো কাজে লাগাতে পারলে ফলাফল উল্টো হত।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে অফ ফর্ম গিয়েছিল রোহিতের। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে ফিরেই আবার অন্য রূপে তিনি। জানালেন, ‘এই সিরিজ থেকে অনেক কিছু শিখতে পারলাম। এর আগে টেস্ট সিরিজটা একেবারেই খারাপ গেছে আমার। তাই ভাল কিছু করতে চাইছিলাম। আমি খুশি যে, দলও ভাল খেলেছে।’
২৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি