সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৯:২৩:৪৭

‘সাহসীরাই বিশ্বকাপে সুযোগ পাবে’

‘সাহসীরাই বিশ্বকাপে সুযোগ পাবে’

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়ান্টি বিশ্বকাপেরর জন্য এরই মধ্যে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দল ঘোষণার পরই ক্রিকেট পাড়ায় গুঞ্জণের আবাস, কে থাকবেন আর কে বাদ পড়বেন মূল স্কোয়াড থেকে।  ইনজুরিতে ফাস্ট বোলার রুবেল হোসেন বাদ পড়লেও নতুন অনেকের আগমনে মোটামুটি শক্ত বলা যায় ২৫ সদস্যের স্কোয়াডটাকে।

তবে জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে, ‘ সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে যারা ভালো করেছে তাদের সম্ভাবনা বেশি থাকবে। টি-টোয়েন্টি ম্যাচগুলোয় যারা চাপের মাঝে সাহস রেখে মাঠে সাবলীল ছিলেন তারা দলে থাকার প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।’

এছাড়াও বিবেচনায় আসছে প্রস্ততি ম্যাচের পারফরম্যান্স। আগামী ২৮ ও ৩১ জানুয়ারি খুলনায় নিজেদের মধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সিরিজ শেষে রোববার দুপুর থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সও বিবেচেনায় থাকবে বলে জানান মিনহাজুল আবেদিন, ‘প্রস্তুতি ম্যাচে কারা ভালো করলো সেটিও বিবেচনায় আসবে। প্রস্তুতি ম্যাচ শেষে ২৫ জন থেকে স্কোয়াড ২০ জনে নামিয়ে আনা হবে। এর পর এক সপ্তাহের বিশ্রামে যাবেন ক্রিকেটাররা। ফেব্রয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে চট্টগ্রামে ২০ জনকে নিয়ে আবার শুরু হবে ক্যাম্প। এর পরই চূড়ান্ত স্কোয়াড।’

২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে