স্পোর্টস ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়।
মূল পর্ব শুরুর আগে প্রতিটি দলই পাচ্ছে দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ।
ইংলিশদের বধ করে আত্মবিশ্বাস ধরে রেখে বিশ্বকাপের মূল পর্বে প্রবেশ করতে চায় মিরাজ বাহিনী। ইংল্যান্ডেরও অভিন্ন লক্ষ্য। প্রথম ম্যাচে বিশাল জয় পাওয়ার পর এবার স্বাগতিক দলকে হারাতে উন্মুখ হয়ে আছেন তারা।
প্রসঙ্গত, প্রথম প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর