স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টিকে সামনে রেখে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টাইগার দলের চলছে জোর অনুশীলন। জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষ হলেও, বিশ্রাম নেই টাইগারদের।
ইনজুরির কারণে সিরিজের শেষ দু’টি ম্যাচে খেলতে না পারা মুশফিক ও মুস্তাফিজ থাকছেন নিয়মিত অনুশীলনে। এছাড়া দলে নতুন সুযোগ পাওয়া মোসাদ্দেক-রনিদের বেশ পরিশ্রম করছে প্রথম দিনের মত।
খুলনায় এ মাসের পুরোটা জুড়ে চলবে জাতীয় দলের অনুশীলন। যেখানে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আর মাঠের অনুশীলনের বাইরে এ সময়ে দলের প্রতিটি সদস্যের সঙ্গেই আলাদা ভাবে কাজ করবেন মনোবিদ ড. ফিল।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর