স্পোর্টস ডেস্ক: র্দীঘ পাঁচ বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে চেনাতে ব্যর্থ হয়েছিলেন আমির। নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে তিন ম্যচে ১০০ রান দিয়ে পেয়েছিলেন মাত্র একটি উইকেট।
আর সেই আমির আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এসে দেখালে বিধ্বংসী এক তান্ডব। মাত্র ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ইকোনমি রেট মাত্র ৩.৪২। কিন্তু নিজের নবম ওভারটি শেষ করতে পারেননি। চোটের কারণে ৮.১ ওভার বোলিং করেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
২০১০ সালের ১৫ জুনের পর আবারো ওয়ানডেতে উইকেট শিকারের আনন্দে মেতে ওঠেন বাঁ হাতি পেসার। পরের দুটি উইকেট পেতে অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে কোরি অ্যান্ডারসন আর সপ্তম ওভারের প্রথম বলে লুক রনকিকে ফেরান। চার বলের মধ্যে দুই উইকেট! তিন ব্যাটসম্যানই ক্যাচ দিয়েছেন উইকেটকিপারকে। এটিও আমিরের পেস সামর্থ্যের প্রমাণ হয়ে থাকল।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর