স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ছুটিতে দেশের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। শোনা গিয়েছিল পিতৃত্বকালীন ছুটি নিয়ে এশিয়া কাপ টুর্নামেন্টের সময় স্ত্রী ও নতুন সন্তানের সঙ্গে দেশের বাইরে থাকবেন তিনি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু জানাচ্ছেন ভিন্ন কথা।
রবিবার বেসরকারি টেলিভিশন একাত্তরকে মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‘পরিবারকে সময় দিয়ে এশিয়া কাপের আগেই দলে ফিরবেন তামিম ইকবাল। অর্থাৎ, দেশের হয়ে মাঠে নামবেন দেশ সেরা এই ড্যাশিং ব্যাটসম্যান।’
এর কারণটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কারণ, এশিয়া কাপ শুরু হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে ২ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে। মূলত সেই কারণেই এশিয়া কাপে থাকছেন তামিম।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর