সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০১:০৭:৩০

জেতার দিনেও শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার

জেতার দিনেও শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে টানা চার ম্যাচে হারের পর শেষ ম্যাচে কোন রকম রক্ষা পায় সফরকারী ভারত ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপেক্ষ সিরিজের শেষ ম্যাচটিতে জেতার দিনে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় জরিমানা গুণতে হয়েছে ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে।

সোমবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিজ্ঞপ্তিতে রোহিতের এই শাস্তির কথা জানায়।

গত শনিবার সিডনিতে সিরিজের শেষ ম্যাচে রোহিত ৯৯ রানে জন হেস্টিংসের বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন। আম্পায়ার আঙুল তুললে কিছুক্ষণ দাঁড়িয়ে অসন্তোষ দেখিয়ে ক্রিজ ছাড়েন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান।

আইসিসির আচরণবিধি ভাঙায় লেভেল ওয়ানের অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি ‘তিরস্কার’ পেয়েই রেহাই পেলেন রোহিত। প্রথমবারের মতো এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা।

রোহিতের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো, পল উইলসন, তৃতীয় আম্পায়ার জন ওয়ার্ড ও চতুর্থ আম্পায়ার জেরার্ড অ্যাবড। ম্যাচ শেষে রোহিত নিজের দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি জেফ ক্রোর দেয়া শাস্তি মেনে নেন। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে