সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১০:১৬:৪৫

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই রেকর্ডটি প্রথম

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই রেকর্ডটি প্রথম

স্পোর্টস ডেস্ক: স্কোরবোর্ডে ১০০ রান জমা হওয়ার আগেই পড়ে গিয়েছিল ৬ উইকেট। এমন ব্যাটিং বিপর্যয়ের পর স্কোর কত হতে পারে? বড়জোর ১৫০ বা ১৭০। তবে সবাইকে অবাক করে দিয়ে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ৮ উইকেটে ২৮০ রান!

ব্যাটিং অর্ডারে ৮, ৯ ও ১০ নম্বরে ব্যাট করতে নামা তিন ব্যাটসম্যান মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি আর মিচেল ম্যাকক্লেনাঘানের তিনটি দারুণ ইনিংসেই বড় বিপর্যয় কাটায় নিউজিল্যান্ড।

আটে নামা স্যান্টনার ও নয় নম্বরে নামা হেনরি করেন ৪৮। আর দশে নামা ম্যাকক্লেনাঘান করেন ৩১। ৮, ৯ ও ১০ নম্বরে ব্যাট করতে নামা তিন ব্যাটসম্যানের ৩০ বা এর বেশি রান করার ঘটনা ওয়ানডে ইতিহাসে এটাই প্রথম।

সপ্তম উইকেটে স্যান্টনার ও হেনরি মিলে ৭৯ রানের জুটি গড়েন। আর হেনরি ও ম্যাকক্লেনাঘান নবম উইকেট জুটিতে যোগ করেন অপরাজিত ৭৩ রান। সপ্তম বা এর নিচের উইকেটে দুটি ৭০ বা এর বেশি রানের জুটি গড়ার নজিরও ওয়ানডে ইতিহাসে এটাই প্রথম। অর্থাৎ, এক ওয়ানডেতেই দুটি ‘প্রথম’-এর জন্ম দিল নিউজিল্যান্ড।

সোমবার ওয়েলিংটনে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানকে ৭০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সূত্র- রাউজিংবিডি
২৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে