সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১০:৫৫:০৫

২০ বছর নিষিদ্ধ হলেন যে ক্রিকেটার

২০ বছর নিষিদ্ধ হলেন যে ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির দায়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার গুলাম বোদিকে সব ধরনের ক্রিকেট থেকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।  সোমবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এ নিষেধাজ্ঞা দিয়েছে।

গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতা রাম স্ল্যামে বোদির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়।  অভিযোগ আনার পরই সিএসএ-এর দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট একযোগে তদন্ত শুরু করে।

তদন্তে বোদির ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।  এরই প্রেক্ষিতে তাকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দিল সিএসএ।  আগামী ২০ বছর ক্রিকেটীয় কোনো কাজের সঙ্গেই যুক্ত থাকতে পারবেন না বোদি।

ভারতীয় বংশোদ্ভুত বোদি দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে।  ২০০৭ সালে ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই বছর টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার।

পরে জাতীয় দলে আর জায়গা হয়নি তার।  না হলেও ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিতই খেলেছেন ৩৭ বছর বয়সী বাঁ-হাতি চায়নাম্যান বোলার।  দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার ফলে তার ক্রিকেট ক্যারিয়ার একরকম শেষই হয়ে গেল।
২৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে