সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১১:৪১:৪৩

শচীনকে জাতীয় সঙ্গীত গাইতে দেখে আবেগে ভাসলেন ৬০ হাজার দর্শক

শচীনকে জাতীয় সঙ্গীত গাইতে দেখে আবেগে ভাসলেন ৬০ হাজার দর্শক

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে থেকে অবসর নেওয়ার পর নানা সামাজিক কর্মসূচিতে শামিল হচ্ছেন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার শচীন ঢেন্ডলকর। ক্রিকেট মাঠে হাজার হাজার দর্শকের সামনে ভারতীয় জাতীয় সঙ্গীত গাইতে এই শচীন।

রোববার ৭০-তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসে ভারতীয় এই কিংবদন্তীর বলেন, সেঞ্চুরিয়নে ২০০৩ –এর বিশ্বকাপে পাকিস্তান যখন সামনে, ৬০ হাজার দর্শক জন গণ মন গাইছে, তখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়াটা অন্য মাত্রা পায়। জন গণ মন গাওয়ার সময় সবসময় মাথা উঁচু হয়ে যায়। কিন্তু মাঠের মাঝে গাইলে গর্বে বুক ভরে ওঠে (সিনা চওড়া হো জাতা হ্যায়)।

ভারতীয় এই  কিংবদন্তী আরো বলেন, এরকম বেশ কিছু অভিজ্ঞতা আছে। ওটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে। আরেকবার ২০১১-এ যখন বিশ্বকাপ ফাইনাল খেললাম। সেই অভিজ্ঞতা কখনও ভুলব না। গোটা স্টেডিয়াম গাইছিল জন গণ মন। আজও আমার কানে বাজছে। আমার জীবনের সবচেয়ে বড় গর্বের ক্ষণ ছিল সেটি। আমরা ব্যক্তিগত ভাবে এত সাফল্য ঝুলিতে ভরি। কিন্তু জাতীয় সঙ্গীতের কাছে সব যেন ম্লান হয়ে যায়।
২৫ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে