মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০১:১৭:১০

বেনজিমার গোলে মান বাঁচালো রিয়াল

বেনজিমার গোলে মান বাঁচালো রিয়াল

স্পোর্টস ডেস্ক : লা লিগা জয়ের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়লো রিয়াল মাদ্রিদ৷ রোববার রিয়াল বেটিসের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ৷ ম্যাচ ১–১ শেষ হয়৷ এই মুহূর্তে ২১ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৪৷ ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সালোনা৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট৷

এদিন ৭ মিনিটে সেজুদোর করা গোলে এগিয়ে যায় রিয়াল বেটিস৷ প্রথমার্ধে সমতা ফেরানোর বেশ কিছু সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ৷ কিন্তু বেনজিমা, রোনালদোরা সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি৷ তবে ৭১ মিনিটে গোল করে জিদানের দলকে হারের হাত থেকে বাঁচান বেনজিমা৷ হামেসের পাশ থেকে গোল তার৷

ড্র হলেও ম্যাচের পর জিদান জানান, দলের খেলায় তিনি খুশি৷ জিদানের কথায়, ‘এই রেজাল্টে আমি মোটেই হতাশ নই। আমরা সঠিক রাস্তাতেই আছি। আমি ছেলেদের খেলায় গর্বিত। শুধু দুটো পয়েন্ট নষ্ট হয়েছে।’

২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে