মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৩:৪৪:২১

ছিঃ শেন ওয়ার্ন, শেষ পর্যন্ত অন্যের বাগদত্তাকে!

ছিঃ শেন ওয়ার্ন, শেষ পর্যন্ত অন্যের বাগদত্তাকে!

স্পোর্টস ডেস্ক : অন্য নারীর প্রতি দৃষ্টি দেয়ার জের ধরেই স্ত্রী সিমনের সঙ্গে ওয়ার্নের বিচ্ছেদ হয়েছে অনেক আগে। কিন্তু এখানে শেষ নয়। একের পর এক বিতর্ক জন্ম দিয়েই যাচ্ছেন শেন ওয়ার্ন। এবার অন্যের বাগদত্তাকে টুইটার ও মোবাইলে অশ্লীল বার্তা পাঠিয়ে খবরের শিরোনাম হলেন ৪৬ বছরের এই সাবেক অসি ক্রিকেটার।

এরপর হলিউডের অভিনেত্রী লিজ হার্লির সঙ্গে তার সম্পর্কের কথাও পুরানো। এই দুজনের সঙ্গেই তার সম্পর্ক শুরু হয় মোবাইলে মেসেজ পাঠানোর মাধ্যমে। কিন্তু যুগ এখন পালটেছে। তাই শুধু মোবাইল নয়, টুইটারেও নারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তিনি।

আর এই ‘বুড়ো’ বয়সে এসেও অন্যের বাগদত্তাকে ‘উত্ত্যক্ত’ করা শুরু করেছেন। সাবেক করোনেশন স্ট্রিট অ্যাক্টর অলিভিয়ার মেলোর বাগদত্তা রিয়ান সাজেন। এই সাজেনকেই শেন ওয়ার্ন বারবার অশ্লীলবার্তা দিয়ে বিরক্ত করছেন বলে অভিযোগ করেছেন তার হবু স্বামী অলিভিয়ার।

তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘একজন ৪৬ বছর বয়সী ব্যক্তি কেন এমন একজন নারীর সঙ্গে দেখা করতে চান, যাকে তিনি চেনেন না। এমন করাটা সম্পূর্ণ অন্যায় ও অনধিকার’। অলিভিয়ার এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দেয়ার পর তার সঙ্গে যোগাযোগ করেন ‘দ্যা সান’-এর একজন সাংবাদিক।

তখন অলিভিয়ার তাকে ইঙ্গিতপূর্ণ ব্যক্তির নাম বলে দেন। তিনি জানান, শেন ওয়ার্ন বেশ কয়েকবার রিয়ান সাজেনকে মেসেজ পাঠিয়েছেন। প্রতিবার সাজেন জানিয়েছেন যে, তিনি একজনের বাগদত্তা। কিন্তু এতেও থেমে থাকেননি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন। বরং আরও অশ্লীল বার্তা পাঠিয়েছেন তিনি। এই ঘটনার পর সমগ্র অস্ট্রেলিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে