স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে আহত হয়ে ছিটকে যান বাংলাদেশের আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। একই সাথে টাইগার টিমের আর একটি ধাক্কা ছিল মুশফিকের আহত হওয়া।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি তারা। ওই দুই ম্যাচে বাংলাদেশ হেরে যায়। বড় ভয় ছিল এই দুই ক্রিকেটারকে নিয়ে। এশিয়াকাপের আগে তারা সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা?
তবে এবার এই ভয় কেটে গেছে। অনেকেরই জেনে থাকার কথা সোমবার অনুশীলন করেছেন এই দুই ক্রিকেটার। শারীরিক ফিটনেসের জন্য জিমেও প্র্যাকটিস করেছেন তারা।
মঙ্গলবারও অনুশীলনে তারা। এখন মুশফিক ও মুস্তাজিকে নিয়ে কোনো শঙ্কা নেই। ভক্তদের জন্য এই সুখবর দিলেন মুশফিক-মুস্তাফিজ। তামিম ইকবালও খেলতে পারেন এশিয়াকাপে। এছাড়া ২৫ সদস্যর প্রাথমিক দলের বাইরে থাকা আরো দুই একজন আসতে পারেন মূল দলে।
প্রাথমিক দলের বাইরে থাকা সজীব ও যুবায়ের অনুশীলন করেছেন দলের সাথে। তবে দুঃখজনক বিষয় হলো রুবেল হোসেন কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তাকে নিয়ে এখনো শঙ্কা রয়েছে! তবে কি মাঠে নামতে পারবেন না এই গ্রেট ক্রিকেটার?
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর