স্পোর্টস ডেস্ক : অধিনায়কত্বের চাপ কি ব্যাট থেকে রান কেড়়ে নিল এবি ডি ভিলিয়ার্সের? সেঞ্চুরিয়নে চলতি দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্টে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মারকুটে তারকার দুই ইনিংসে শূন্য রানের পর তেমনই প্রশ্ন চলে এসেছে সামনে।
প্রথম ইনিংসে এ বি-কে ফিরিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। সোমবার দ্বিতীয় ইনিংসে তার শিকার করলেন অ্যান্ডারসন। যদিও তাতে দলকে খুব সমস্যায় পড়তে হয়নি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৪৮ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ৩৮২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৮ রান।
প্রথম ইনিংসে বিধ্বংসী মেজাজে থাকা কাগিসো রাবাদা দ্বিতীয় ইনিংসে শুরুতেও আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড শিবিরে। তিনি নিয়েছেন দু’উইকেট। অন্য উইকেট মর্নি মর্কেলের। এ বি’র ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দলকে এগিয়ে নিয়ে গেলেন সদ্য অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো হাশিম আমলা।
প্রথম ইনিংসে ১০৯ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে আমলা খেললেন ৯৬ রানের লড়াকু ইনিংস। মাত্র চার রানের জন্য হাতছাড়া করলেন সেঞ্চুরি। আমলাকে যোগ্য সহায়তা করলেন তেম্বা বাভুমা। তিনি ৬১ রানে অপরাজিত থেকে যান।-এবেলা
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর